Thursday , October 17 2019

সেলিম প্রধানকে নিয়ে মুখ খুলছেন এলাকাবাসী…

অনলাইন ক্যাসিনোর মাথা সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পর অন্ধকার থেকে আলোতে আসছে তার বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ। এতদিন সেলিমের ভয়ে অভিযোগ চেপে রাখলেও এখন মুখ খুলছেন সবাই।

সিলেটে পাথর চোরাচালান, গরুর খামারে চাঁদাবাজি, সরকারি জমিদখলসহ নানা প্রকার অভিযোগ উঠছে সেলিমের বিরুদ্ধে, এর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কের কিছু অংশ দখল।

ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া এলাকায় ফ্লাইওভারের শেষ মাথায় সেলিম প্রধানের ব্যবসা প্রতিষ্ঠান জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস। ফ্লাইওভারের নিচের অংশের সড়কটি ষাট ফুট চওড়া। কিন্তু সেলিম প্রধানের কারখানার সামনে এসেই এটি বিশফুটেরও কম।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেলিম প্রধানের ভবনের যে অংশটুকু রাস্তার মধ্যে পড়েছে তা এরই মধ্যে চিহ্নিত করেছে প্রশাসন। তবে উদ্ধার হয়নি জমি। রাস্তাও আটকে আছে সেলিম প্রধানের কারখানার দেয়ালে।

র‍্যাব আইন ও গণমাধ্যম শাখা পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, ‘চাঁদাবাজি থেকে শুরু করে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যারা ভুক্তভোগী তারা যদি আমাদের কাছে আসে তাহলে সুনিশ্চিত ব্যবস্থা গ্রহণ করবো।’